বিজ্ঞাপন

ডিএমপির ৫০তম থানা হাতিরঝিলের উদ্বোধন

July 7, 2018 | 6:05 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ তম থানা হাতিরঝিলের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মধুবাগ খেলার মাঠের পাশে ভাড়া নেওয়া একটি ভবনে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে নবনির্মিত এই থানার উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামালা উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল ইসলাম, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘রাজধানীর বাংলামোটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরী পাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল বাড্ডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলুরোড, মালিবাগ রেল ক্রসিং, হাজিপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে হাতিরঝিল থানা।’

বিজ্ঞাপন

তিনি জানান, থানাটি পুলিশের তেঁজগাও বিভাগের আওতাভুক্ত থাকবে। বর্তমানে এই বিভাগের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার সরকার। নতুন এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করবেন আবু মো. ফজলুল করিম, ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন ও ওসি অপারেশনের দায়িত্ব পালন করবেন এস কে খোদা নেওয়াজ।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২০ নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্হাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

হাতিরঝিল থানায় যোগাযোগের নম্বর- অফিসার ইনচার্জ ০১৭৬৯৬৯৫১০০, এসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন): ০১৭১৩৩৯৮৫৪৫, এডিসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন, তেজগাঁও বিভাগ): ০১৭১৩৩৯৮৫৫৮, ডিসি (তেজগাঁও বিভাগ): ০১৭১৩৩৭৩১৭৫।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন