বিজ্ঞাপন

‘ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা দমনে ব্যবহৃত হতে পারে’

September 30, 2018 | 3:03 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাকস্বাধীনতা দমনে ব্যবহৃত হতে পারে’ পারে বলে জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে যে, সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাকস্বাধীনতা দমনে ব্যবহৃত হতে পারে। যা সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এই আইন নিয়ে আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে এই আইন পরিবর্তন করার বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করছি। যাতে এটি বাংলাদেশের সংবিধান এবং মানব, নাগরিক এবং রাজনৈতিক অধিকারের প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৩ মন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক চলছে

এদিকে, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সরকারের তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে সম্পাদক বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন- আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়া, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টার ইকবাল সোবহান চৌধুরী এতে উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন