বিজ্ঞাপন

দুই একজন মরতেই পারে, তবে কাউকে হত্যা করছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

June 9, 2018 | 2:56 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : অস্ত্র-মাদক এবং অবৈধ টাকা যেখানে রয়েছে সেখানে অভিযান চালাতে গিয়ে দুই একজন মরতেই পারে। তবে আমরা কাউকে হত্যা করছি না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার ইস্কাটন গার্ডেনে মাদক বিরোধী গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি কাউকে হত্যা করা হয় তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা কাউকে হত্যা করছি না। আমাদের দেশ, তরুণ ও যুব সমাজকে বাঁচাতে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যে কোনো মূল্যে এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে।’

‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশের মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছে। তারা অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করছেন’ বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘টেকনাফের কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশের কারাগারগুলোতে ৮৬ হাজার মাদক ব্যবসায়ী, বিক্রেতা, মাদক মামলার আসামি রয়েছেন। যা ধারণ অনেক বেশি। দেশে অবৈধ মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। আমরা বর্ডার সিলগালা করে দিয়েছি। সকল বাহিনীকে সতর্ক করা হয়েছে।’

বিএনপির সাবেক সংসদ সদস্য শাখাওয়াত হোসেন বকুলের বক্তব্যে প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চলমান অভিযানে বিরোধীদলের কাউকে নাকানি চুবানি দেওয়ার জন্য কাউকে ধরছি না। কাউকে দমানোর জন্য, প্রতিরোধ করার জন্য এ যুদ্ধ নয়। যুব সমাজ ও দেশকে রক্ষার জন্যই এ যুদ্ধ।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্যের সুত্র ধরে মন্ত্রী বলেন, ‘একাত্তরে যখন যুদ্ধ করেছেন তখন কে ভাল পাকিস্তানি আর কে খারাপ সেটি দেখে কি গুলি না করে ছেড়ে দিয়েছেন। ভাল খারাপ না ভেবেই তো গুলি করে মেরেছেন। আর এখন বলছেন মানুষ মারা যাবে না। আমরা তো কাউকে মারছি না। যেখানে আক্রান্ত হচ্ছি শুধুমাত্র সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গুলি ছুড়ছে।’

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন