বিজ্ঞাপন

পাসের হার কমলেও কারিগরিতে বেড়েছে জিপিএ ৫

May 6, 2018 | 3:15 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: কারিগরি শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার কমলেও বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন শিক্ষার্থী। যেখানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গতবছর ছিল ৪ হাজার ১৭৮ জন।

রোববার (৬ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায়, কারিগরি শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৭১.৯৬ শতাংশ, যা গতবছর ছিলো ৭৮.৬৯ শতাংশ। তবে গতবছরের চেয়ে এবার জিপিএ ৫ বেশি পেয়েছেন ২২৬ জন শিক্ষার্থী।

এবছর কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নেয় ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছে ৮২ হাজার ৯১৭ জন। গত বছর এই বোর্ডে পাস করেছিলো ৮৩ হাজার ৬০৩ জন শিক্ষার্থী।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী জানান, ‘এবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬ টি হলে এবার তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৪ টি।

সারাবাংলা/এমও

আরও পড়ুন:
মোবাইলে জানা যাবে পরীক্ষার ফল
এসএসসির ফলে ফুটুক সবার মুখে হাসি
পাসের হার কম হলেও জিপিএ ৫ বেশি মাদ্রাসায়
কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন