বিজ্ঞাপন

প্রকল্প বাস্তবায়নের অর্থছাড়ে পরিচালকদের ক্ষমতা বাড়ল

June 28, 2018 | 3:02 pm

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রকল্পে অর্থ বরাদ্দের দীর্ঘসূত্রীতা থেকে বের হচ্ছে অর্থমন্ত্রণালয়। এখন থেকে যেকোনো প্রকল্পের পরিচালক জুলাই মাসের প্রথম দিন থেকেই সরাসরি বরাদ্দের অর্থ খরচ করতে পারবেন।

সরকারের চলমান আর্থিক সংস্কারের অংশ হিসেবে “উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকায়’ সংশোধনী এনেছে অর্থবিভাগ। সংশোধিত নির্দেশনায় বাজেটের অর্থ ছাড়ের ক্ষেত্রে প্রকল্প পরিচালকদের ক্ষমতা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতর/ পরিদফতর/ অন্যান্য প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন প্রকল্পের বাংলাদেশ সরকার (জিওবি) অংশের বরাদ্দ সংশ্লিষ্ট মন্ত্রণালয় /বিভাগ হতে অর্থ ছাড়ের বিধান রয়েছে। এই প্রক্রিয়ায় অর্থছাড় পেতে কখনো কখনো ২/৩ মাস পর্যন্ত সময় লেগে যায। এতে করে প্রকল্প বাস্তবায়নেরর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দেখা দেয়। ফলে প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নে সমস্যা হয়। এই অবস্থা থেকে উত্তোরণে নতুন এই পদক্ষেপ নিয়েছে অর্থবিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রক্রিয়ায় প্রকল্প পরিচালকদের প্রথম ও দ্বিতীয় কিস্তির অর্থ ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রণালয়/ বিভাগ থেকে বিভাজন আদেশ জারি ও অর্থছাড় করার প্রয়োজন হবে না। প্রকল্প পরিচালকরা বাজেট বরাদ্দের আলোকে জুলাই মাসের প্রথম দিন থেকেই সরাসরি অর্থ ব্যবহার করতে পারবেন।

অর্থমন্ত্রালয় থেকে আরো বলা হয়, সংশোধিত পরিপত্রটি আগামী ১ জুলাই ২০১৮ থেকে কার্যকর করা হবে। এতে বলা হয়েছে, সংশোধিত পদ্ধতিতে প্রকল্প পরিচালকরা অর্থবছরের শুরুতেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করতে পারবেন। এতে এডিপির আওতায় প্রকল্পগুলোর বাস্তবায়ন আরো গতিশীল হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ জিএস/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন