বিজ্ঞাপন

প্রিয়ভাষিণীর স্বপ্ন বাস্তবায়ন করবে সরকার : স্পিকার

March 8, 2018 | 3:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট 

বিজ্ঞাপন

ঢাকা : প্রিয়ভাষিণীর স্বপ্ন বাস্তবায়ন করবে সরকার বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন। এ সময় তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে তার অনেক স্বপ্নের বাস্তবায়ন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। বিশেষ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তার স্বপ্ন বাস্তবায়নে অনেক কাজ করেছে। এখনো করে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশে প্রিয়ভাষিণীর অসামান্য অবদান জাতির জন্য যথেষ্ট।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী কে শ্রদ্ধা জানাতে এসে তিনি সব কথা বলেন।

প্রিয়ভাষিণীকে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মৃত গাছের গোড়া থেকে ভাস্কর্য তৈরি করে প্রিয়ভাষিণী এ শিল্পে নতুনত্ব এনেছেন। তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন। আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে গেছেন। এটা তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে। তার চলে যাওয়া আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’

বিজ্ঞাপন

রামেন্দ্র মজুমদার বলেন, তিনি সাহসী নারী ছিলেন। ৭১ সালে তার নির্যাতনের কথা অকপটে স্বীকার করেছেন। নির্যাতিত নারীদের পুনর্বাসন করেছেন। তার সামাজিক গুরুত্ব অনেক বেশি।

সারাবাংলা/জেএ/টিএম

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফাল্গুনের ফুল ও ভালোবাসায় বিদায় প্রিয়ভাষিণীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন