বিজ্ঞাপন

বন্ধু, সহকর্মী, পরিবারের স্মরণে বাচ্চু

October 28, 2018 | 9:24 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

দেশের কিংবদন্তি শিল্পী, উজ্জ্বলতম ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। সবাইকে কাঁদিয়ে, তার গাওয়া গান ‘রুপালী গিটার ছেড়ে, একদিন চলে যাব দুরে’ – এর মতো চলে গেছেন অদেখালোকে। ১৮ অক্টোবর মারা যান জনপ্রিয় এই সঙ্গীত তারকা।

তাকে স্মরণ করতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ (২৮ অক্টোবর) আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। রাজধানীর মগবাজারে বাদ মাগরিব অনুষ্ঠিত হয় এই আয়োজন।মিলাদে উপস্থিত ছিলেন সুরকার প্রিন্স মাহমুদ, এস আই টুটুল, আসিফ আকবর, মেহরীন, হাসান আবিদুর রহমান জুয়েলসহ আইয়ুব বাচ্চুর বন্ধু, সহকর্মীরা। দোয়া মাহফিলে আরও ছিলেন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার, মেয়ে সাফরাসহ পরিবারের অন্য সদস্যরা। এসময় ছেলে মেয়ে দুজনেই সবার কাছে তাদের প্রয়াত বাবার জন্য দোয়া চান। ছেলে তাজওয়ার বলেন, ‘গানে ও সুরে বাবাকে সবাই যেমন বুকে রেখেছেন, তেমনি রাখবেন সবসময়।’

এলআরবি ব্যান্ডের সব সদস্যরা উপস্থিত ছিলেন আয়োজনে। ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, বাংলা গান নিয়ে আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পুরণে কাজ করবে ব্যান্ড।

বিজ্ঞাপন

এলআরবি ব্যান্ডের দীর্ঘদিনের সদস্য ছিলেন এসআই টুটুল। একটা সময় একাই কাজ শুরু করেন। গতকাল (২৭ অক্টোবর) ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে। তিনি বলেন, ‘আইয়ুব বাচ্চু আমার বাবার মতো। আমার শিক্ষাগুরুও বলতে পারেন। যুক্তরাষ্ট্রে বসে বাচ্চু ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। দেশে তার জানাজার সময় ফেসবুক লাইভে আমিসহ অনেকে বাচ্চু ভাইয়ের জানাজায় অংশ নিয়েছি।’

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন