বিজ্ঞাপন

রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

April 29, 2018 | 12:27 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

কক্সবাজার: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করছেন।

রোববার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

বিজ্ঞাপন

এর আগে প্রতিনিধি দল প্রথমে নাইক্ষংছড়ির তুমব্রু সীমান্তের জিরো লাইনে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের দেখতে যান। পরে বালুখালীর ময়নার ঘোনা পরিদর্শন শেষে প্রতিনিধি দল কুতুপালং শিবিরে আসেন। এসময় ব্লক ডি ফাইভে রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

প্রথমবারের মতো  রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নিরাপত্তা পরিষদের প্রধান গুস্তাভো মেজার চুয়াদ্রা।

শনিবার ( ২৮ এপ্রিল) বিকালে কুয়েত থেকে বিমান যোগে সরাসরি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন ৩০ সদস্যের এই প্রতিনিধি দল। কক্সবাজার বিমান বন্দর থেকে এ প্রতিনিধি দল ইনানীর হোটেল রয়েল টিউলিপে যান। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন চলতি (এপ্রিল) মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আমেরিকান দেশ পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম

আরও পড়ুন

রোহিঙ্গা সঙ্কট সমাধান আন্তর্জাতিকভাবেই করতে হবে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন