বিজ্ঞাপন

শপথ নিলেন ১৮ বিচারক

May 31, 2018 | 4:53 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: শপথ নিয়েছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারক।

বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনের পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া নিয়োগ পাওয়া নতুন বিচারকদের আত্মীয়-স্বজনেরাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘ তিন বছর পর গত ৩০ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ১৮ জনকে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

শপথ নেওয়া ১৮ বিচারপতি হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবেদায়িত্ব পালন করে আসা মো. আবু আহমাদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগরদায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, সুপ্রিম কোর্টেরআইনজীবী মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, সুপ্রিমকোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদজাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টেরআইনজীবী ড. কে এম হাফিজুল আলম।

সবশেষ ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি ১০ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ তিন বছর পর হাইকোর্টে বিচারক নিয়োগ দেওয়া হলো। নিয়ম অনুযায়ী দুই বছর পর অতিরিক্ত থেকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন