বিজ্ঞাপন

শহিদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

February 21, 2019 | 1:40 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : একুশের প্রথম প্রহর শুরু আগেই সবস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহিদ মিনারে। হাতে ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে শুরু করেন নানা শ্রেণি-পেশার মানুষ।

তবে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আগে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও।

বিজ্ঞাপন

ফলে নিরাপত্তা বেষ্টনীর বাইরেই অপেক্ষা করেছেন সাধারণ মানুষ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর শহীদ মিনার খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য।

এরপর সেখানে নামে মানুষের ঢল। বিভিন্ন সংগঠনের সদস্যরা ছাড়াও এসেছেন একেবারেই সাধারণ মানুষ। কেউ এসেছেন শিশু সন্তানকে নিয়ে আবার কেউ এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে।

হাতে ফুল আর বুকে ভালোবাসা নিয়ে হাজারো মানুষ এসেছেন ৫২ এর ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এসেছেন কৃতজ্ঞতা জানাতে। কারণ তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ বাংলায় কথা বলার, মনের ভাব প্রকাশ করার সুযোগ মিলেছে। তাদের আত্মত্যাগই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখিয়েছে।

বিজ্ঞাপন

একুশের প্রথম প্রহর পেরিয়ে রাত গভীর হচ্ছে। কিন্তু জেগে আছে গোটা শহিদ মিনার এলাকা। জেগে আছেন হাজারো মানুষ। যারা প্রভাত ফেরি শুরুর আগেই বেরিয়ে পড়েছেন ঘর থেকে। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন