বিজ্ঞাপন

শাহজালাল বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮টি ইউনিট

July 15, 2018 | 6:43 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
 
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপারচার টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বিজ্ঞাপন

রোববার (১৫ জুলাই) বিকেল ৬টার দিকে বিমানবন্দরের ১নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস উত্তরা থেকে ৩টি, টঙ্গী থেকে ১টি কুর্মিটোলা থেকে ২টি এবং হেডকোয়ার্টার থেকে ২টি ইউনিট কাজ করছে।

শাহজালাল বিমানবন্দর এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার আসলাম শাহজাদা বলেন, ‘আগুন লাগার ফলে বিমানবন্দরের ১ নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের সকল কজকর্ম বন্ধ আছে।’

বিজ্ঞাপন

উত্তরার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমুল ইসলাম সারাবাংলাকে বিমানবন্দরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু বলতে পারেননি ওই কর্মকর্তা।

তবে, বিমানবন্দর এপিবিএন-এর কমান্ডিং অফিসার (সিও) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিমানবন্দরে কোথাও আগুন দেখা যায়নি। ইমিগ্রেশনের পর লবিতে ধোঁয়া দেখে অনেকে ভয় পেয়েছেন। ধারণা করছি কোথাও বৈদ্যতিক গোলযোগ থেকে ধোঁয়ার সৃষ্টি হতে পারে।’

সারাবাংলা/এসএইচ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন