বিজ্ঞাপন

‘সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশরা যাচ্ছেন রাজস্ব খাতে’

February 10, 2019 | 7:21 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দেশের সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি সরকার রাজস্ব খাতে নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর তারকা চিহ্নত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, নিবন্ধন অধিদফতরের অধীন সাব-রেজিস্ট্রার ও জেলা ও রেজিস্ট্রার কার্যালয়ে প্রায় ১৫ হাজার নকলনবিশ কর্মরত আছেন। তাদের চাকরি স্কেলভুক্ত/স্থায়ীকরণ বিষয়ে আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সুপারিশ করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই সভার সুপারিশগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন