বিজ্ঞাপন

সাইবার ক্রাইমের জন্য শিগগিরই পুলিশের আলাদা ইউনিট : আইজিপি

September 29, 2018 | 6:56 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : শিগগিরই সাইবার ক্রাইম প্রতিরোধে পুলিশের আলাদা একটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় এপিবিএন প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ তথ্য জানান।

পুলিশ মহাপরিদর্শক বলেন, বর্তমানে পুরো পৃথিবীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাইবার ওয়ার্ল্ড। বাংলাদেশ পুলিশের কাছেও এটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করা হচ্ছে। একইসঙ্গে সক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে। যাতে কেউ কোনো একটা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব আকারে ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।

বিজ্ঞাপন

আইজিপি আরও বলেন, সামনে নির্বাচন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের উস্কানি ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি ঘটানোর চেষ্টা করার আশঙ্কা করছি। সেই অনুযায়ী আগে থেকেই পুলিশ কাজ করছে। আলাদা ইউনিট এখনও না হলেও প্রত্যেক মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশকে সাইবার ক্রাইম প্রতিরোধে নজরদারি করতে বলা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন