বিজ্ঞাপন

২৫ জামায়াত নেতার প্রার্থিতা, ইসি’র সিদ্ধান্ত সোমবারের মধ্যে

December 20, 2018 | 2:21 pm

।। স্পেশাল করেসনপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা ইস্যুতে হাইকোর্টের রুলের বিষয়ে আগামী সোমবারের (২৪ ডিসেম্বর) মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানিয়েছেন।

এর আগে, জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তরিকত ফেডারেশনের মহাসচিবসহ চার জন। তাদের আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। উচ্চ আদালতের সেই আদেশের চিঠি আজ বৃহস্পতিবার ইসিতে এসে পৌঁছেছে। আদেশ অনুযায়ী এখন ইসি তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘আমরা হাইকোর্টের চিঠিটি আজকে পেয়েছি এবং আইন শাখায় বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছি। তারা পরীক্ষা-নিরীক্ষার পর কমিশনে বিষয়টি উপস্থাপন করবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমাদের তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। আমরা যেহেতু আজ চিঠিটি পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরও দুইটি কার্যদিবস আছে (শুক্র ও শনিবার সরকারি বন্ধ থাকায় আজ বৃহস্পতিবারের পর দুই কার্যদিবস হবে রোববার ও সোমববার)। এর মধ্যে মাননীয় কমিশন নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৭ ডিসেম্বর) তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী রিটটি দায়ের করেন। রিটে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেলসহ ২৫ প্রার্থীকে বিবাদী করা হয়েছে। রিটটির পক্ষে আংশিক শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। পরে ১৮ ডিসেম্বর সকালে ফের এই রিটের শুনানি হয়। শুনানি শেষে তিন দিনের মধ্যে ইসিকে সিদ্ধান্ত নেওয়ার আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

আরো পড়ুন : জামায়াত প্রার্থী নিয়ে আপত্তি, ৩ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সারাবাংলা/জিএস/এসএমএন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন