বিজ্ঞাপন

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট

December 21, 2017 | 1:47 pm

হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর থেকে: কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণের প্রথম ৫ ঘণ্টা শেষ হয়েছে রংপুর সিটি করপোরেশনে (রসিক)। বৃহস্পতিবার সকাল ৮ টায় নির্ধারিত সময় ভোট গ্রহণ শুরুর পর দুপুর ১ টা পর্যন্ত কোনো গোলোযোগের ঘটনা ঘটেনি। ১৯৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

এরইমধ্যে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), বাসদের আবদুল কুদ্দুস (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি) নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

সকাল ৮ টায় শুরু হওয়া এ ভোট কোনো প্রকার বিরতী ছাড়া চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো রসিকে দলীয় প্রতীকে ভোট দিচ্ছে প্রায় ৪ লাখ ভোটার। প্রধান তিন দলের অংশগ্রহণে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ২৭৬ জন প্রার্থী অবতীর্ণ হয়েছেন ভোটযুদ্ধে।

জাতীয় নির্বাচনের আগে নতুন এ সিটি করপোরেশনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ  রয়েছে জয়ের প্রত্যাশায়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নিজ শহর রংপুর হওয়ায় লাঙ্গলের প্রার্থীও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।  আর কিছুটা ব্যাকফুটে থাকা বিএনপি আশঙ্কা করছে ভোট কারচুপির।

ভোটগ্রহণ শুরুর সাড়ে ৩ঘণ্টা পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বিএনপি ভোটে অংশগ্রহণ করার পরও তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। ফলে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না— তা নিয়ে শঙ্কা রয়েছে। ইলেকশন কমিশন যে দলীয় কমিশন, সেটা প্রমাণ হয়েছে; মানুষ ভোটের অধিকার হারাচ্ছে।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সকালে নগরীর সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এরশাদ বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। জাতীয় পার্টির প্রার্থী লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতবে।

পর্যবেক্ষকরা বলছেন, এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। আর নির্বাচন কমিশন বলছে, এ নির্বাচনকে তারা মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে চায়। নির্বিঘ্ন ভোট করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, ‘সকালে সব কেন্দ্রেই নির্বিঘ্নে ভোট শুরু হয়েছে বলে খবর পেয়েছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর আমরা।”

যদিও নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডের লায়ন্স স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্র এবং ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তবে ভোট গ্রহণ শুরুর প্রথম ৫ ঘণ্টা এসব কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রংপুরেই নির্বাচন কমিশনের নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রথম পরীক্ষা হচ্ছে। নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ছয়টি বুথে এবার ইভিএমে ভোট হচ্ছে। ওই ছয় বুথে ভোটার রয়েছেন ২ হাজার ৫৯ জন।

তবে ভোট শুরুর কিছুক্ষণ পর ওই কেন্দ্রে ভোট দিতে আসা ভোটাররা জানান, ইভিএম সহজ পদ্ধতি হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তারা কিছুটা সমস্যায় পড়েছেন। আর সংশ্লিষ্টরা বলেছেন, কয়েকটি মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও পর্যাপ্ত ব্যাকআপ মেশিন থাকায় কোনো সমস্যা হচ্ছে না।

এদিকে ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বিকালে ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে চলবে গণনা। আর গণনা শেষে পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘোষণা করা হবে ভোটের ফলাফল।

সারাবাংলা/ এইচএ/এজেড

আরও পড়ুন:

* ভোটকেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা

১৯৩ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ১০৮

* বিএনপির শেষ পর্যন্ত ভোটে থাকা নিয়ে শঙ্কা

* আমার জয় সুনিশ্চিত : ঝন্টু

কিছুক্ষণ পরপরই বিকল হচ্ছে ইভিএম

লক্ষাধিক ভোটে জিতব : এরশাদ

* মিষ্টি রোদের সকালে প্রচণ্ড ভিড়

* যে ফলাফলই হোক মেনে নেব : জাপা প্রার্থী

* কে কোথায় ভোট দিবেন

রংপুরে ভোট চলছে

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন