সংস্কৃতি চর্চা মিলনায়তন কেন্দ্রিক হয়ে যাচ্ছে: রাশেদ হাসান
৩১ মার্চ ২০২২ ১৮:৩৮ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ১৫:৪১
কথার জাদুতে মানুষ ভোলান তিনি। তার কণ্ঠ শুনে শ্রোতারা স্বপ্ন দেখেন, উজ্জীবিত হন। বাংলাদেশে আবৃত্তিশিল্পের বিকাশে নিজেকে সমর্পণ করেছেন সম্পূর্ণভাবে। জীবনের সমগ্রতাজুড়ে শিল্পের এই শাখাটিকে লালন করে চলা মানুষটির নাম রাশেদ হাসান।
চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী তরুণ বয়সেই জড়িয়ে পড়েন আবৃত্তি ও থিয়েটারে। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে গড়ে তোলেন ‘প্রমা আবৃত্তি সংগঠন’। সেই থেকে ৩২ বছর ধরে এই শিল্প মাধ্যমে নিরলস কাজ করে চলেছেন তিনি।
শুধু দেশেই নয়, একাধিকবার ইংল্যান্ড ও ভারতের বিভিন্ন রাজ্যে আবৃত্তি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন রাশেদ। পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। ১৯৯৬ সালে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক এবং এ বছর ‘বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক’ তার মধ্যে অন্যতম।
১৯৯৯ সাল থেকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য তিনি। বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক। একইসঙ্গে সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ও প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন রাশেদ।
আজকের সারাবাংলা কথোপকথনে এই শিল্পী শোনালেন তার শিল্পবোধ ও শিল্পী হয়ে ওঠার গল্প…
https://youtu.be/b78zo76UPfI
আরও দেখুন—
- এখনো ‘আন্দুভাই’ ডাক শুনি…
- প্রেমার নৃত্যশিল্পী হয়ে ওঠার গল্প…
- ‘মায়ের জন্যই হয়েছিলাম কণ্ঠযোদ্ধা’
- আলিফ: নৃত্যাঙ্গনের এক তরুণ তুর্কি
- দিনশেষে আমরা সবাই যাযাবর: সুমি
- আমরাই শ্রোতাদের কান তৈরি করি: সিঁথি
- একজন নীল হুরেজাহানের উত্থানের গল্প…
- সুষমা সরকার: একজন পরিশীলিত অভিনেত্রী
- সাধারণ শ্রোতারাই আমার আপনজন: সন্দীপন
- নারী মানেই ত্যাগ, এটাই সত্য: ফারজানা চুমকি
- ‘জেদই আমাকে যুদ্ধে যাওয়ার প্রেরণা যুগিয়েছে’
- মন সায় না দিলে সে কাজ একদমই করি না: ছন্দা
- স্বাধীন বাংলার প্রথম গান তৈরি হয়েছিল ১৫ মিনিটে
- শফি মন্ডল: আদ্যোপান্ত এক বাউলের পথচলার গল্প…
- আমি কোনো জাতীয় পুরস্কার পাইনি: রফিকুল আলম
- জান্নাত আরা হেনরী: এক মানবতাবাদী শিল্পীর পথচলা…
- আমাদের শোবিজে এখনো গল্পের বড় ঘাটতি: টনি ডায়েস
- স্বপ্নীল সজীব: সুমধুর কণ্ঠ আর গায়কির তরুণ এক শিল্পী…
- প্রমা অবন্তী, বাংলাদেশে যার হাত ধরে ওড়িশি নৃত্যের যাত্রা
- আক্ষেপ অনেক, কিন্তু তা করে লাভ নেই— ওস্তাদ মিহির লালা
সারাবাংলা/এএসজি
আবৃত্তিশিল্পী কথোপকথন টপ নিউজ প্রমা আবৃত্তি সংগঠন বঙ্গবন্ধু আবৃত্তি স্মারক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ রাশেদ হাসান সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম সারাবাংলা কথোপকথন স্বৈরাচার বিরোধী আন্দোলন