বিজ্ঞাপন

সৌদি থেকে দেশে ফিরেছেন আরও ২২ নারী

June 26, 2018 | 11:29 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আরও ২২ নারী শ্রমিক সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৬ জুন) বিকাল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০ ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এই ২২ জন ছিলেন রিয়াদের ইমিগ্রেশন ক্যাম্পে।

তবে বিমানবন্দরের আরেকটি সূত্র জানায়, একই ফ্লাইটে আরও বেশ কয়েকজন নারী দেশে ফিরেছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন সারাবাংলাকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০ ফ্লাইটে করে ২২ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৪ জন ফেরত এসেছেন ব্র্যাকের আবেদনের প্রেক্ষিতে। এই ২২ জন রিয়াদের ইমিগ্রেশন ক্যাম্পে (সফর জেল) অবস্থান করছিলেন। দেশে ফেরার অপেক্ষায় সফর জেলে এখনও ২১৭ জন নারী শ্রমিক অবস্থান করছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৯ জুন ২৭ জন, ১৮ জুন ১৬ জন নারী, ৩ জুন ৩০ জন, ২৭ মে ৩০ জন, নারী দেশে ফেরেন বলে জানিয়েছেন আল আমিন নয়ন।

জানা যায়, বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ৩৫ হাজার ৫৭৫ জন নারী কর্মরত রয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের সমঝোতার পরই সৌদি আরবে দুই লাখেরও বেশি নারী গিয়েছেন তবে এ পর্যন্ত চাকরি শেষ করে বা প্রতারণার শিকার হয়ে কতজন নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন, তার সঠিক কোনো পরিসংখ্যান কারও কাছে নেই।

তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে জানা গেছে, গত তিন বছরে সৌদি আরব থেকে প্রায় পাঁচ হাজার নারী ফিরে আসতে বাধ্য হয়েছেন। এর মধ্যে অন্তত এক হাজার নারী ফিরেছেন চলতি বছরেই।

বিজ্ঞাপন

আর এ বছরের মে থেকে ১০ জুন পর্যন্ত সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকেই দেশে ফিরেছেন ৩৬০ জন নারী কর্মী।

সারাবাংলা/জেএ/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন