বিজ্ঞাপন

‘আর কোনো মেয়ে যেন সৌদি আরব না যায়’

June 28, 2018 | 9:49 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘ওরা মানুষ না, ওরা জানোয়ার। আর যাতে কোনো মেয়ে সৌদি আরব না যায় সেই অনুরোধ করছি সবাইকে।’ বলছিলেন সৌদি আরব থেকে দেশে ফেরত আসা ময়মনসিংহের কিশোরী নাসরিন আক্তার (ছদ্মনাম)।

বৃহস্পতিবার (২৮ জুন) সৌদি আরবের ইমিগ্রিশন ক্যাম্প (সফর জেল) থেকে দেশে ফিরেছেন নাসরিন আক্তার। বিমান বন্দরে নেমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন বিকাল চারটায় বাংলাদেশ বিমানের বিজি-৪০ ফ্লাইটে নাসরিনসহ ২৩ নারী গৃহশ্রমিক দেশে ফেরেন।

এসময় তারা শোনান সৌদি আরবে থাকা অবস্থায় তিক্ত অভিজ্ঞতা আর দূর্বিষহ যন্ত্রণার কথা। এসময় কিশোরী নাসরিন বলেন, ‘আর কোনো মেয়ে যেন সৌদি না যান। তারচেয়ে দেশে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো।’

বিজ্ঞাপন

সৌদি ফেরত এই কিশোরী জানান, চলতি বছরের জানুয়ারিতে একটি রিক্রুটিং অ্যাজেন্সির মাধ্যমে সৌদি আরব যান নাসরিন। কিন্তু নিয়োগ কর্তার নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন তিনি। তার আগে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে।

নাসরিনের একই ফ্লাইটে দেশে ফিরেছেন ফরিদপুরের রাবেয়া, কিশোরগঞ্জের ফরিদা, সিলেটের রুবানা। গত এক সপ্তাহে ১২০ নারী গৃহকর্মী দেশে ফিরলেন। গত মে মাসে ফিরেছেন ২৬০ জন নারী।

আরও পড়ুন: প্রকল্প বাস্তবায়নের অর্থছাড়ে পরিচালকদের ক্ষমতা বাড়ল

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন