বিজ্ঞাপন

রাখাইনে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিচার দাবি যুক্তরাজ্যের

June 29, 2018 | 2:58 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন এশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। তিনি মনে করেন, জড়িতদের বিচারের আওতায় আনতে না পারলে রোহিঙ্গা সঙ্কটের সমাধান হবে না।

শুক্রবার (২৯ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের এই প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মার্ক ফিল্ড শুক্রবার সকালে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। তার সঙ্গে দেশটির বিশেষ দূত এবং কমনওয়েলথের নারী বিষয়ক চেয়ারম্যান জোয়ানা রোপারও রয়েছেন।

ঢাকা সফরে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড রোহিঙ্গা, বাণিজ্য, গণতন্ত্রসহ দ্বিপক্ষীয় একাধিক ইস্যূতে সরকারের মন্ত্রী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড ঢাকায় এসে আরও বলেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইনে যে অত্যাচার-নির্যাতন চালিয়েছে তার আরো একটি প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টির প্রতিবেদনে উঠে এসেছে। যুক্তরাজ্য মনে করে, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করলেই এই সঙ্কটের সমাধান আসবে।’

আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক

সারাবাংলা/জেআইএল/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন