বিজ্ঞাপন

তৃণমূলের সাথে বর্ধিত সভায় বসেছেন শেখ হাসিনা

June 30, 2018 | 12:38 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: দ্বিতীয় দফায় তৃণমূলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করছেন।

শনিবার (৩০ জুন) সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ১১টা ৪০ মিনিটে শুরু হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। এতে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভা সঞ্চালনার দায়িত্বে আছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচিত কাউন্সিলার এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ জুন গণভবনে প্রথম দফায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন