বিজ্ঞাপন

কাল মানববন্ধন, সোমবার বিক্ষোভের ঘোষণা আন্দোলনকারীদের

June 30, 2018 | 4:11 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এছাড়া সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়। শনিবার (৩০ জুন) বিকালে সংগঠনের যুগ্ন আহ্বাবায় সুমন কবীর এসব ঘোষণা দেন।

সুমন কবীর বলেন, ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষা সারাদেশে মানববন্ধন হবে। আর ২ তারিখ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ১১টায় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।’

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানও সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, হামলায় আহত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মাহমুদ, যুগ্ন আহ্বায়ক নুরুল হক নূর, কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতাউল্লাহ, সূর্যসেন হলের ফিন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে কোটাব্যবস্থা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ আহত হয়েছেন আন্দোলনের বেশকয়েকজন নেতাকর্মী। আন্দোলনকারীরা বলছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

আরও পড়ুন:
‘বলবি আর কোটা সংস্কার’ (ছবি)
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন