বিজ্ঞাপন

ছয় মাসে ২৭৫টি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড: আসক

June 30, 2018 | 8:16 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ২০১৮ সালের প্রথম ৬ মাসে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। বিচার-বর্হিভূত হত্যা ও পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাও ভয়াবহ আকারে বেড়েছে। এছাড়াও দেশ জুড়ে অংসখ্য ধর্ষণ ও নিপীড়নের ঘটনাও ঘটে চলছে বলে মানবাধিকার এক সংগঠনের প্রতিবেদনে তুলে ধরা হয়।

শনিবার (৩০ জুন) মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, বিগত ৬ মাসে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ২৭৫ জন নিহত হয়েছেন। যার মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারে’ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাও রয়েছে। এছাড়া জানুয়ারির ১ তারিখ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত সারাদেশে ৪২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংগঠনের নিজস্ব সূত্রে পাওয়া তথ্যে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও শালিস কেন্দ্র। তারা মনে করছে, দেশের মানুষের বিচার পাওয়ার অধিকার কমে গেছে। বেঁচে থাকা এবং বিচার পাওয়ার মতো সাংবিধানিকভাবে অধিকারও তারা পাচ্ছে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন