বিজ্ঞাপন

আ. লীগ ঐক্যবদ্ধ থাকলে যা চায়, তা আনতে পারে: প্রধানমন্ত্রী

June 30, 2018 | 9:27 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল আগামী জাতীয় নির্বাচনের বিজয় দেখাচ্ছে এমন আশাবাদ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার(৩০জুন) সকালে গণভবনে গাজীপুরের নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম এবং দলীয় কাউন্সিলরা সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের উদ্দেশে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যা চায়, তা আনতে পারে। আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ থেকেছে, তখনই সকল বাধা অতিক্রম করতে পেরেছে।’

শেখ হাসিনা খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে নৌকার প্রার্থীর বিজয়ের বিষয় তুলে ধরে বলেন, ‘এই জয়ের পেছনে সবচেয়ে বড় শক্তি যেটা কাজ করেছে, সেটা হল একতা। সকলে ঐক্যবদ্ধ ছিল বলেই বিজয় আনতে পেরেছে। খুলনায় রাগ-ক্ষোভ ভুলে সবাই এক হয়েছিল বলেই বিজয় এসেছিল।’

বিজ্ঞাপন

গাজীপুরে বিএনপির মেয়র প্রার্থীকে দুই লাখ ভোটে হারানোর প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই বিজয় প্রমাণ করে, আওয়ামী লীগ যখন দৃঢ়প্রতিজ্ঞ থাকে, তখনই বিজয় অর্জন করে।’ গাজীপুর সিটি করপোরেশনের বিজয়কে প্রতিটি নেতাকর্মীর বিজয় হিসাবেও উল্লেখ করেন তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের উদ্দেশে বলেন, ‘প্রবীণের চিন্তা আর নবীনের শক্তি হলো আওয়ামী লীগ। প্রবীণের কাছ থেকে শিখতে হবে, দেশের ইতিহাস জানতে হবে।’

গাজীপুরের নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উদ্বেগের বিষয়ে ইঙ্গিত করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারও নাম উল্লেখ না করে বলেন, ‘বিএনপি যে ভাষায় কথা বলছে, বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত সে সুরে কথা বলছে। নিজের চরকায় তেল দিন। অয়েল ইওর ওন মেশিন। এখানে আপনাদের নাক গলানোর প্রয়োজন নেই। আমাদের শক্তির উৎস জনগণ।’

বিজ্ঞাপন

এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও বক্তব্য রাখেন।

সারাবাংলা/এনআর/এনএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন