বিজ্ঞাপন

হলি আর্টিজানে জাপানি দূতাবাসের শ্রদ্ধা

July 1, 2018 | 10:16 am

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশে নিয়োজিত জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। জাপানি দূতাবাসের উদ্যোগে সেখানে ফুল দিতে যান ঢাকায় অবস্থানরত জাপানিদের অনেকেই।

রোববার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জাপানি রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমিসহ একটি দল ঘটনাস্থলে যান। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন তারা। এরপর নিহতদের স্মরণে প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে নয় ইতালিয়ান, সাত জাপানিজ, একজন ভারতীয়, একজন আমেরিকান-বাংলাদেশ দ্বৈত নাগরিক ও দুজন বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২০ জনকে হত্যা করে। জঙ্গিরা রেস্টেুরেন্টে আগত অন্যান্য অতিথি এবং কর্মচারীদের রাতভর জিম্মি করে রাখে। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডোরা ‘অপারেশন থান্ডারবোল্ট’ অভিযান পরিচালিত করে। এতে পাঁচ জঙ্গি ও একজন পিৎজা শেফ নিহত হয়।

সারাবাংলা/এমএস/এমএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিভীষিকাময় রাতের ২ বছর

বাড়িটিকে জড়িয়ে রেখেছে শূন্যতা, হাহাকার

‘বাবা কি আর ফিরবে না’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন