বিজ্ঞাপন

জাতীয় দলকে বিদায় জানালেন বিগলিয়া

July 1, 2018 | 3:10 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন ৩২ বছর বয়সী লুকাস বিগলিয়া। হাভিয়ের মাশ্চেরানোর পর ডিফেন্সিভ মিডফিল্ডার বিগলিয়া জাতীয় দলকে বিদায় বলে দিলেন। ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এরপরই মাশ্চেরানো-বিগলিয়া জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন।

রাশিয়া বিশ্বকাপের আগে বাছাইপর্বের ১৩টি ম্যাচেই খেলেছেন বিগলিয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার সবগুলো ম্যাচেই মাঠে নেমেছিলেন তিনি। রাশিয়ায় নিজেদের প্রথম ম্যাচে খেলেছেন বিগলিয়া। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে খেলেছেন ৫৪ মিনিট। পরে ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়ার বিপক্ষে খেলার সুযোগ পাননি। শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষেও খেলার সুযোগ হয়নি বিগলিয়ার।

ফরাসিদের কাছে হেরে অবসরের ঘোষণা দিতে গিয়ে বিগলিয়া জানান, আমরা ফ্রান্সের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েছি। একটা সময় ২-১ গোলে এগিয়েও ছিলাম। এটাই ফুটবল। খুব কষ্ট নিয়ে বিশ্ব মঞ্চ থেকে বিদায় নিতে হলো। আমার সময় হয়ে গেছে সরে দাঁড়ানোর। জাতীয় দল থেকে বিদায় নিচ্ছি। তরুণদের আরও সুযোগ দিতে হবে। তারা যেন গুছিয়ে উঠতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় বিগলিয়ার। দেশের জার্সিতে খেলেছেন ৫৮টি ম্যাচ, গোল করেছেন একটি। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক গোলটি করেন মধ্যমাঠের অন্যতম তারকা বিগলিয়া। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৪৮১টি ম্যাচ, সেখানে গোল করেছেন ৩৩টি। বর্তমানে এসি মিলানের জার্সিতে খেলছেন বিগলিয়া।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন