বিজ্ঞাপন

‘গাজীপুর সিটি নির্বাচন কুমিল্লা ও রংপুরের চেয়েও ভালো হয়েছে’

July 1, 2018 | 7:10 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনের চেয়েও খুলনা এবং গাজীপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। রোববার (১ জুলাই) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি রফিকুল ইসলাম বলেন, ‘কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচনে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছিল। এইজন্য পুলিশকে অ্যাকশনেও যেতে হয়েছে। ফাঁকা গুলি করতে হয়েছিল। কিন্তু খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে সে ধরনের কোনো সহিংসতা হয়নি। নির্বাচন অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’

এই নির্বাচনে পুলিশকে একটি গুলিও ছুঁড়তে হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যা প্রমাণ করে নির্বাচনে ভোটাররা নিবিঘ্নে ভোট দিতে পেরেছে। অথচ আপনারা রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে বলছেন ভালো নির্বাচন আর গাজীপুর ও খুলনার নির্বাচনকে বলছেন কারচুপির নির্বাচন। এটা কেন বলছেন আমি বুঝতে পারছি না।’

বিজ্ঞাপন

‘সহিংসতা না হওয়া মানেই কি সুষ্ঠু নির্বাচন, গাজীপুরে পুলিশ অনেক কেন্দ্রে বসে বসে সিল মেরেছে, প্রিজাইডিং অফিসাররা বসে দলীয় কর্মীদের জাল ভোট দিতে সহায়তা করেছেন। এসব বন্ধ করতে আগামীতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন’, এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘চোর কিন্তু চুরি করবে, প্রশাসন তথা পুলিশের দায়িত্ব হচ্ছে চোরকে ধরা। আর চোর যাতে চুরি না করে সে ব্যবস্থা নেওয়া। কমিশনের দায়িত্ব হচ্ছে অনিয়মকারী তথা চোরদের বিচারের আওতায় এনে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা।’

কবে ধরবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের সবাই খারাপ না। গাজীপুর সিটি নির্বাচনে যে কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে, কমিশন সভায় বসে তাদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনবে।’

আরেক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘আগামীতে তিন সিটি নির্বাচনে যাতে কোনো অনিয়ম না হয় সেজন্য কমিশন যথাযথ পদক্ষেপ নেবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: মিয়ানমারে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন