বিজ্ঞাপন

শাহবাগে ৬ শিক্ষার্থীকে পিটিয়ে থানায় দিয়েছে ছাত্রলীগ

July 1, 2018 | 7:21 pm

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাবি : কোটা সংস্কার আন্দোলনের কর্মী সন্দেহে শাহবাগ মোড় থেকে মারধর করে ছয় তরুণকে শাহবাগ থানায় সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, তারা আন্দোলনের নামে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এজন্য তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। এসব তরুণদের মধ্যে অন্তত দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রোববার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সময়ে তাদের থানায় সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের সদ্য বিলুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি আবদুল্লাহ আল জুবায়ের বলেন, ‘তারা আশেপাশেই দাঁড়িয়ে থেকে ফেসবুকে গুজব ছড়াচ্ছিল। তাদেরকে হাতেনাতে ধরে আমরা পুলিশে সোপর্দ করেছি। পুলিশ জাস্টিফাই করে ব্যবস্থা নেবে।’

আরেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মুক্তিযুদ্ধ বিষয়ক উপ সম্পাদক আল মামুন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে শাহবাগে এসে জনজীবন বিঘ্নিত করার চেষ্টা করছিল। মুক্তিযুদ্ধের চেতনায় সচেতন শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে।’

বিজ্ঞাপন

মারধরে জড়িতদের মধ্যে রয়েছে- ঢাকা ‌বিশ্ববিদ্যালয় ছাত্রলী‌গের সহ সভাপ‌তি হাসানুর রহমান হাসু, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক উপ সম্পাদক রা‌কিব‌ুল হাসান নো‌বেল, ছাত্রলীগ নেতা নো‌বেলসহ প্রমুখ।

তৈয়ব নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, “শাহবাগে উপস্থিত ছাত্রলীগ নেতারা সন্দেহ হলেই ‘আন্দোলন করতে আসছে। ধর।’ বলেই মারধর করে কয়েকজনকে পুলিশে দেয়।”

এ বিষয়ে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘মাত্র কোর্ট হতে আসলাম। ছয়জন আটক আছে। তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এনএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন