বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে গুতেরেস-কিম

July 2, 2018 | 12:22 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

সোমবার (২ জুলাই) বেলা ১১টায় উখিয়ার বালুখালী ক্যাম্পে পৌঁছে তাদের গাড়ি বহর। সেখানে নেমেই তারা প্রথমে ক্যাম্পের ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন। এরপর তারা উখিয়ার কুতুপালং ক্যাম্পের ৪টি স্পট পরিদর্শন করেছেন। কুতুপালং ডি-৫ ক্যাম্পে গিয়ে নির্যাতিত রোহিঙ্গা পুরুষ ও নারীদের সাথে আলাপ শেষে বিকাল ৩টার দিকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করবেন।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্প এলাকা জুড়ে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। একটু পর পর অবস্থান করছে নিরাপত্তা বাহিনীর লোকজন। তারা টহল দিচ্ছে পুরো ক্যাম্প জুড়ে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন জানান, জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ফিরে যাওয়ার আগ পর্যন্ত ওসব এলাকায় ৩ হাজার পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন অন্যান্য বাহিনী।

রোহিঙ্গা ক্যাম্পে প্রেস ব্রিফিং শেষে কক্সবাজারে হোটেলে ফিরে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সাথে মিটিং করবেন। এরপর বিকেল সাড়ে ৫ টার দিকে তারা ফেসবুক লাইভে সংযুক্ত হবেন এবং কক্সবাজার ত্যাগ করবেন বলেও জানান পুলিশ সুপার।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরও পড়ুন

কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন