বিজ্ঞাপন

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আহমেদ আর নেই

July 2, 2018 | 1:08 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ আর নেই।

সোমবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদী হোমস লিমিটেড এলাকায় নিজ বাসভবনে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে কিডনিতে জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

৬৪ বছর বয়সী আনিস আহমদ স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। পেশাজীবনে বার্তা সংস্থা বাসস ও রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে আনিস আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আনিস আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া তার মৃত্যুতে সারাবাংলা ও জিটিভির এডিটর ইন চিফ এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার (বিজেএফডি) সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ শোক জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন/এমএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন