বিজ্ঞাপন

‘পুতিন কি ভিএআর চালাচ্ছিলেন?’

July 2, 2018 | 6:08 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে আরেক নক্ষত্র স্পেনের বিদায়ে শোক থেকে বের হতে পারে নি অনেক ফুটবল সমর্থক। মাঠের খেলা তাই জায়গা করে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সমালোচনা-ট্রলিংসহ বিভিন্নভাবে ঘুরে ফিরে আলোচনায় আসছে রাশিয়া-স্পেন ম্যাচ।

ম্যাচের তখন ১-১ ড্র। রাশিয়ার ডি বক্সের ভেতরে পড়ে যায় পিকে ও রামোস। যদিও ভিডিওতে স্পষ্ট দেখা যায়, দু’জনকে ধরে ফেলে দিয়েছেন রাশিয়ার ডিফেন্ডাররা। রেফারি নিশ্চুপ। এদিকে ফুটবলাররাও রেফারিকে ঘিরে ধরে ভিডিও রেফারির সাহায্য কামনা করছেন রেফারির কাছে।

কিছুক্ষণ খেলা থমকে থেকে রেফারি ভিএআরের সিদ্ধান্তে না যেয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন।

বিজ্ঞাপন

এরপরেই ইতিহাস হলো। স্পেন টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো। এরপর থেকেই পুতিনের ছবি ভাইরাল হতে শুরু করে টুইটার-ফেসবুক-ইনস্টাগ্রামে।

ক্রিকেটাররা বাদ যান না। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো পুতিনের একটা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন- ‘পুতিন কি ভিএআর চালাচ্ছিলেন?’

মজা করে হলেও ভিএআর প্রযুক্তি নিয়ে এ বিশ্বকাপে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন