বিজ্ঞাপন

নেইমার নয়, ব্রাজিলের মূল ভরসা অন্যখানে

July 2, 2018 | 7:15 pm

স্পোর্টস ডেস্ক

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের পোস্টারবয় নিঃসন্দেহে নেইমার। তবে শুধু নেইমারই কেন তারকার কি কমতি আছে ব্রাজিল দলে। দলের অধিনায়ক ও ডিফেন্ডার থিয়াগো সিলভা তো আছেনই। গোলবারের অতন্দ্রপ্রহরী হয়ে আছেন অ্যালিসন বেকার। দলে আরো আছেন, সেন্ট্রাল মিডফিল্ডার মার্সেলো, কাসেমেরো, অ্যাটাকিং মিডফিল্ডার পৌলিনহো, স্ট্রাইকার কৌতিনহো, গ্যাব্রিয়েল জেসাসের মতো বিশ্বসেরা তারকারা। গোল স্কোরিংয়ে সেলেসাওদের আক্রমণভাগের জুড়ি মেলা ভার।

শেষবার ইউরোপের মাটিতে অনুষ্ঠিত ১৯৫৮ সালের বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। রাশিয়ায় ফের সুযোগ এসেছে বিশ্বকাপ ঘরে আনার। ফলে গোল স্কোরার নেইমার, কৌতিনহোকে নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। কিন্তু যুক্তরাজ্যের পত্রিকা দ্য সান বলছে ভিন্ন কথা। জানাচ্ছে, ‘মিশন হেক্সায়’ কেবল সুপারস্টার নেইমারের দিকে তাকিয়ে নেই ব্রাজিল।

বিজ্ঞাপন

পত্রিকাটির মতে সাম্বাবাহিনীর সবচেয়ে বড় ভরসা রক্ষণভাগ। এটা প্রমাণিত যে দলের রক্ষণভাগ যত মজবুত, তাদেরই বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত তিন বিশ্বকাপে দেখা গেছে এর নজির। ২০১৪ সালে জার্মানি গোটা বিশ্বকাপে মাত্র ৪ গোল খেয়েছিল। ২০১০ সালে স্পেন খেয়েছিল মাত্র ২ গোল। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালিও হজম করেছিল ২টিই গোল। এবারে প্রথম তিন ম্যাচে ব্রাজিল হজম করেছে মাত্র একটি গোল।  সেই হিসেবে ব্রাজিল সঠিক পথে আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে রাশিয়া বিশ্বকাপে এই মুহুর্তে ফেভারিট তালিকায় এগিয়ে রাখতে হবে ব্রাজিলকেই। ১৯৯০ সালের পর কোনো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নেয়নি ব্রাজিল। শেষ ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচেও হার দেখেনি তিতের দল।

অন্যদিকে, বিশ্বকাপে হতাশার এক রেকর্ড লেখা আছে মেক্সিকোর খাতায়। বিশ্বকাপ আসরে ৫৬ ম্যাচ খেলেও শিরোপা জেতেনি মেক্সিকো, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলে শিরোপা না জেতার রেকর্ড এটি। গত ছয়বারের বিশ্বকাপ আসরের নকআউট পর্বে হেরেই বিদায় নিতে হয়েছে মেক্সিকানদের।

বিজ্ঞাপন

এর আগে বিশ্বকাপ আসরে চারবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মেক্সিকো। যেখানে গোল গোল হজম না করেই ৩টি ম্যাচেই জয় পায় ব্রাজিল, আর ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়ে ড্র করে দু’দল।

১৯৫০ সাল থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৪০ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-মেক্সিকো। যেখানে ২৩ ম্যাচে ব্রাজিল ও ১০ ম্যাচে জয়ের দেখা পেয়েছিল মেক্সিকো। তবে একটি পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে আছে মেক্সিকানরা। ১৯৯৯ সাল থেকে সেলেসাওদের বিপক্ষে শেষ ১৫টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় তুলেছিল মেক্সিকানরা, যেখানে ৩টিতে ড্র ও ৫টিতে হার দেখে ব্রাজিলিয়ানরা।

গ্রুপ পর্বে দু’বার হলুদ কার্ড দেখে নকআউট পর্বে নেইমারদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না মেক্সিকান ডিফেন্ডার হেক্টর মোরেনো। এই নিষেষাজ্ঞার সামনে আছেন দলের ডিফেন্ডার হেক্টর হেরেরা, মিডফিল্ডার মিগুয়েল লাইয়ুন ও হেসুস গ্যালার্ডো। ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে ১টি হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না তারা।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন