বিজ্ঞাপন

বিলুপ্তপ্রায় দেশীয় জাতের ফল সংরক্ষণে কর্মসূচি গ্রহণ

July 2, 2018 | 10:06 pm

।। সিনিয়র করসেপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বিলুপ্তপ্রায় দেশীয় ফলের জাত সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে ১২টি দেশি ফল অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রসারণের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সোমবার (২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী জানান, ১২টি দেশি ফল অগ্রাধিকার ভিত্তিতে সম্প্রসারণের জন্য দেশের ৭৫টি হার্টিকালচার সেন্টারে ১৮ লাখ ৭১ হাজার ৩ শ’টি চারা বা কলম উৎপাদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই ১২টি ফল হলো- দেশি টক কুল, তেঁতুল, কাঁঠাল, বরিশালের আমড়া, জাম, বেল, কদবেল, ডালিম, তাল, সজিনা, বিচি কলা ও অ্যাসপারাগাস।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিলুপ্তপ্রায় ফুলের জাত সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতে কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণের যৌথ উদ্যোগে গৃহীত কর্মসূচির বাস্তবায়ন করা হবে। বর্তমানে ফুলের চাহিদা বৃদ্ধির ফলে বাণিজ্যিকভিত্তিতে ফুলের চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। ভবিষ্যতে বিলুপ্ত প্রায় দেশীয় ফলের জার্মপ্লাজমগুলো সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

সারাবাংলা/এনআর/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন