বিজ্ঞাপন

সীতাকুণ্ডে সাগরে গোসলে নেমে তিনজন নিখোঁজ

July 6, 2018 | 4:53 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় সাগরে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হয়েছেন। একইস্থানে গত ২১ জুন দুই কলেজছাত্র গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (০৬ জুলাই) দুপুরে এই ঘটনার পর নিখোঁজ তিনজনকে উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের টিম।

চট্রগ্রাম কোতয়ালী থানা  সূত্রে জানা যায় নিখোঁজ তিনজন হলেন,

বিজ্ঞাপন

চট্টগ্রামের মিরসরাই এর কুদ্দুস ইসলামের ছেলে, সাইফুল ইসলাম(২৪) ।
চাঁদপুর কচুয়ার মো:তাজুল ইসলামের ছেলে মো: আলাউদ্দিন(২০)।
চাঁদপুরের শাহরাস্তির মো: সাজাহান এর ছেলে ইয়াছিন(১৮) ।

সাইফুল ও আলাউদ্দিন সিটি করপোরেশন এর পরিছন্নতা কর্মী, ইয়াছিন  ছাপাখানায় কাজ করেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, তিনজনের নিখোঁজের খবর পেয়ে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গেছে এবং তল্লাশি শুরু করেছে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের কাছে সাগর এখন প্রচণ্ড উত্তাল। উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মকর্তা ওয়াসি আজাদ সারাবাংলাকে জানান,  তিন তরুণের সাথে আরিফ নামে ১০ বছর বয়সী এক শিশুও ভেসে যাওয়ার সময় তাকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ তিনজনসহ প্রায় ২০ জনের একটি দল চট্টগ্রাম নগরীর ঝাউতলা থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন বলে জানিয়েছেন ওয়াসি।

গত ২১ জুন নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে গোসলে নেমে করুণ মৃত্যুর শিকার দুজন ছিলেন পরস্পরের খালাতো ভাই।

এরা হলেন- নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শানারপাড়া এলাকার খোকনের ছেলে শানারপাড়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাজমুল হাসান ইমন (১৯) ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র রাজ (১৬)।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন