বিজ্ঞাপন

এখন বাকি শুধু সোনার বাংলা বিনির্মাণ: স্বরাষ্ট্রমন্ত্রী

July 7, 2018 | 8:59 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘জঙ্গি, সন্ত্রাস, মাদক, ছিনতাইকারী, চোর, ডাকাতসহ সব অপরাধীদের এরই মধ্যে ডিএমপি কমিশনার দমন করতে পেরেছেন। এখন বাকি শুধু সোনার বাংলা বিনির্মাণ।’

শনিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মধুবাগ খেলার মাঠে নবনির্মিত হাতিরঝিল থানার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কেউ বিশ্বাস করেনি। আর এখন সবাই সুযোগ ভোগ করছে। সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে বাংলাদেশ। এটাই শেখ হাসিনা, এটাই শেখ হাসিনার বাংলাদেশ। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালে উন্নত ২০ দেশের মধ্যে একটি হবে বাংলাদেশ।’

বিজ্ঞাপন

থানাকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় পরিণত করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এজন্য সেবার মান বৃদ্ধি করতে হবে। অন্যান্য থানাগুলোতে যেভাবে মানুষ সেবা পায় ঠিক সেভাবেই এই থানার পুলিশ সদস্যদেরও সেবার মানসিকতা থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘হাতিরঝিল এলাকাটির রাস্তাঘাট অনেক চিকন। অনেক দূর থেকে এসে পুলিশকে যেকোনো পরিস্থিতি সামলাতে হতো। বিএনপি-জামায়াতের নাশকতার সময় পুলিশকে হিমশিম খেতে হয়েছে। যথাসময়ে স্বরাষ্ট্রমন্ত্রী থানা করার উদ্যোগ নিয়েছেন এবং অবশেষে উদ্বোধন হয়েছে। এই এলাকার মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল।’

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বাংলাদেশকে যারা তালেবান বানাতে চেয়েছিলেন তারাই ২০১৩-১৪ সালের দিকে হাতিরঝিল এলাকায় তাণ্ডব ও নাশকতা চালিয়েছিল। সবচেয়ে বেশি গাড়ি পোড়ানো হয়েছিল এই হাতিরঝিলে। এখন আর সেই সুযোগ নেই। আগামীতে নাশকতাকারীদের দাত ভাঙা জবাব দেওয়া হবে। জঙ্গি ও সন্ত্রাস যেভাবে দমন করা হয়েছে তেমনি এই এলাকা থেকে মাদকও নির্মূল করা হয়েছে।’

বিজ্ঞাপন

জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার প্রয়োজন রয়েছে।’

রাজধানীর বাংলামোটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরী পাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল বাড্ডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলুরোড, মালিবাগ রেল ক্রসিং, হাজিপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে হাতিরঝিল থানাটি।

থানাটি পুলিশের তেঁজগাও বিভাগের আওতাভুক্ত থাকবে। বর্তমানে এই বিভাগের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার সরকার। নতুন এ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন আবু মো. ফজলুল করিম, ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন ও ওসি অপারেশনের দায়িত্ব পালন করবেন এস কে খোদা নেওয়াজ।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ২০ নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ডিএমপির ৫০তম থানা হাতিরঝিলের উদ্বোধন

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন