বিজ্ঞাপন

বিইউবিটি’র ছাত্র রানা নিহত: বাস চালকের শাস্তি দাবি

July 8, 2018 | 3:35 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী সৈয়দ মাসুদ রানা (২৩) বাসের ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় দিশারী পরিবহনের চালক মো. হানিফ ওরফে মুন্নার সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছে বিইউবিটি ল’ইয়ার্স অ্যসোসিয়েশন (বুলা)।

রোববার (৮ জুলাই) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে রানা নিহতের ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

আইনজীবীরা এ ঘটনাকে সড়ক দুর্ঘটনার নামে স্রেফ হত্যাকাণ্ড অভিহিত করে বলেন, ‘রানা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় দিশারী পরিবহনের বাসের ধাক্কায় সড়কে পড়ে যায়। কিন্ত বাসটি কোনো কিছুর তোয়াক্কা না করে তার শরীরের ওপর দিয়ে দ্রুত বেগে চলে যায়।’

বিজ্ঞাপন

আইনজীবীরা আরও বলেন, ‘একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটলেও এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি কম হওয়ায় চালকরা দিন দিন আরো বেপরোয়া হচ্ছে। যাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য এসব ঘটনাকে শুধু দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া আমাদের উচিত হবে না।’ ন্যায়বিচারের স্বার্থে তারা এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি করেন।

গত ২ জুলাই সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার পথে চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে বিইউবিটির বিবিএর ৩০তম ব্যাচের ছাত্র মাসুদ রানাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) নেওয়ার পর চিকিৎসকেরা মাসুদকে মৃত ঘোষণা করেন।

মাসুদ রানা নিহত হলে ২ জুলাই তার বাবা সৈয়দ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৪ জুলাই ভোরে লক্ষ্মীপুর জেলায় নিজ বাড়ি থেকে হানিফকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, রনি, সনেট, আলমগীরসহ প্রমুখ।

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন