বিজ্ঞাপন

অনেক হয়েছে, এবার রোহিঙ্গাদের প্রতি সুবিচার করুন: জাতিসংঘ দূত

July 9, 2018 | 12:05 am

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের প্রতি যে নির্যাতন করা হয়েছে, তা আন্তর্জাতিক আইনসহ সব ধরনের মানবিক অধিকারকে ভুলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। মিয়ানমার সরকার ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করে এ সময় তিনি বলেন, ‘অনেক হয়েছে, এবার রোহিঙ্গাদের প্রতি সুবিচার নিশ্চিত করুন।’

সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোববার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে বিদায়ী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তার সাম্প্রতিক সফর সম্পর্কে জাতিসংঘ দূত বলেন, ‘আমি সেখানে অনেক রোহিঙ্গার সাথে কথা বলেছি। তারা তাদের ওপর দেশটির সরকারি বাহিনীর নির্যাতনের কথা বলেছেন। তাদের মধ্যে অনেকে তাদের স্বজনকে টুকরো টুকরো করে হত্যার বর্ণনা দিয়েছেন।’

বিজ্ঞাপন

‘আমি দুই দেশের মধ্যবর্তী সীমান্ত রেখায় গিয়েও অনেকের সাথে কথা বলেছি। সেখানে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে তাদের বর্ণনা ছিল এক ভয়ংকর অভিজ্ঞতার গল্প। তারা এই ভয়াবহ অভিজ্ঞতা কোনোভাবেই তার ভুলতে পারবেন না।’, বলেন লি।

সংবাদ সম্মেলনে ইয়াংহি লি জানান, মিয়ানমার সরকারের কাছে গত বছর দেশটিতে প্রবেশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু তিনি সেই অনুমতি পাননি। বিষয়টি উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বারংবার দেশটির কাছে অনুমতি চেয়েছি। কিন্তু তারা আমাকে সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। সেখানে যা ঘটেছে, যা শুনছি এবং বিভিন্ন মাধ্যমে যে তথ্য-প্রমাণ পাচ্ছি, তার নিন্দা জানানোর ভাষা নেই।’

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার বেশকিছু রোহিঙ্গা ভারতেও আশ্রয় নিয়েছে। সরেজমিনে তাদের দেখতেও দেশটিতে যাওয়ার অনুমতি চেয়েছেন ইয়াংহি লি। কিন্তু ভারতও তাকে অনুমতি দেয়নি জানিয়ে তিনি বলেন, ‘ভারতীয় কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার অনুমতি চেয়েও পাইনি। তার আমাকে প্রত্যাখান করেছে। মিয়ানমার ও ভারত তাদের দেশে আমাকে প্রবেশ করতে না দেওয়ায় আমি একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ।’

বিজ্ঞাপন

বাংলাদেশ তার জায়গার তুলনায় অনেক বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, ‘এটি একটি চ্যালেঞ্জ। যদিও সরকার তাদের জন্য অনেক কিছুই করতে পারেনি। তাদের শরণার্থী বলে স্বীকৃতিও দেয়নি।’

সারাবাংলা/এমএস/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন