বিজ্ঞাপন

বিএফইউজে নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার

July 9, 2018 | 1:10 pm

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বিএফইউজেবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছে ঢাকা শ্রম আদালত। 

সোমবার (৯ জুলাই) ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান সাজুর আদালত এ আদেশ প্রত্যাহার করেন।

বিএফইউজে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন ও নির্বাচনের দুই প্রার্থী ওমর ফারুক ও শাবান মাহমুদের পক্ষ থেকে পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ প্রত্যাহার করেন শ্রম আদালত।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের পক্ষে অ্যাডভোকেট মবিনুল ইসলাম ও দুই সাংবাদিক নেতার পক্ষে অ্যাডভোকেট মনজুর আলম আদালতে শুনানি করেন।

মনজুর আলম সারাবাংলাকে জানান, ড. শাজাহান সাজুর আদালত যে স্থগিতাদেশ দিয়েছিলেন তা নিজেই প্রত্যাহার করে নিয়েছেন। বিএফইউজের নির্বাচন অনুষ্ঠানে এখন আর কোনো বাধা নেই।

নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মবিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘শ্রম আদালতের নির্দেশনা অনুসারে সকল ব্যবস্থা নিয়েই কমিশনের পক্ষ থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। আদালত সেই অনুযায়ী  রায় দিয়েছেন। নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকল না।’

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে মহাসচিব প্রার্থী  ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাবান মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘আমরা আদালতে উপস্থিত ছিলাম। পক্ষভুক্ত হয়ে আবেদন করেছি, আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।’

‘তবে করে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নির্বাচন কমিশনের এখতিয়ার’ বলেন শাবান মাহমুদ।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি সারাবাংলাকে বলেন, ‘আদালতের স্থগিতাদেশ হাতে পেলে নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ জানানো হবে।’

গত ৬ জুলাই বিএফইউজে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচনের প্রার্থী দুই সাংবাদিক মামলা করলে শ্রম আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেন।

বিজ্ঞাপন

আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের সঙ্গে ওইদিন সন্ধ্যায় বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। বৈঠকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/ইউজে/জেএএম

আরও পড়ুন

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী নির্বাচনের দাবি
শুক্রবার হচ্ছে বিএফইউজে নির্বাচন
অবশেষে বিএফইউজে নির্বাচন স্থগিতই থাকল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন