বিজ্ঞাপন

আগাম জামিন পেলেন আসিফ নজরুল

November 28, 2017 | 6:32 am

অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে করা তথ্য প্রযুক্তি আইন ৫৭ (২) ধারায় করা মামলায় হাইকোর্ট আসিফ নজরুলকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ জামিন দেন।

বিজ্ঞাপন

অাদালতে অাবেদনের পক্ষে ছিলেন অাইনজীবী শাহদীন মালিক।

আসিফ নজরুল তাঁর ফেসবুক পেজে চট্টগ্রাম বন্দরে লস্কর পদে (জাহাজের রশি বাঁধা ও পাহারা দেওয়াই যাঁদের মূল কাজ) নিয়োগে স্বজনপ্রীতি নিয়ে নৌমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়েছেন এমন অভিযোগ করে ২৪ নভেম্বর নৌমন্ত্রীর চাচাতো ভাই মাদারীপুর জেলা পরিষদের সদস্য খান ফারুক মাদারীপুর মুখ্য বিচারক মো. জাকির হোসেনের আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানি মামলা করেন। এ মামলার বাদী নৌমন্ত্রী শাজাহান খানের ভাগনে সৈয়দ আসাদউজ্জামান মিনার।

সারাবাংলা/এজেডখা/এমএ/নভেম্বর ২৮,২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন