বিজ্ঞাপন

সাইফদের স্বাধীনতা নিয়েই খেলতে বললেন মাশরাফি

December 24, 2017 | 7:00 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

প্রস্তুতি শেষ, এখন কেবল নিউজিল্যান্ডের বিমানে ওঠার পালা। আজ বাদে কাল নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আত্মবিশ্বাসের জ্বালানি মিরপুরে অনেকটাই ভরাট করে নিয়েছেন সাইফ, আফিফরা। মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে যখন সরাসরি প্রেরণা পান, তখন তো সেটি যুবাদের উদ্দীপ্ত করবেই!

কদিন আগেই সাইফ হাসানকে অধিনায়ক করে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, সেখানে নামিবিয়া, কানাডা ও ইংল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। উড়াল দেওয়ার আগে আজ মিরপুরে শেষ বারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল, হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশনও।

তবে প্রস্তুতির অংশ হিসেবেই মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে ‘টিপস’ পেয়েছেন কিছু। বছরখানেক আগেই নিউজিল্যান্ড ঘুরে এসেছেন মাশরাফি, টেস্ট ক্যারিয়ারের শুরুও হয়েছিল সেখানে। নিউজিল্যান্ড তাই অনেকটাই চেনা বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। সেই অভিজ্ঞতার কথাই ভাগাভাগি করেছেন অনুজদের সঙ্গে, পরে জানিয়েছেন মাশরাফি, ‘নিউজিল্যান্ডে ভাল উইকেট, ওইসব জায়গায় রান করা সহজ। সবাই ভাবে যে বোলিং ওখানে ভাল হয়। আসলে বোলিং না, পিটাইয়া খেলবা দেখবা সব ঠান্ডা। ’

বিজ্ঞাপন

তরুণদের মানসিকভাবে শক্ত থাকার ওপরেও জোর দিলেন মাশরাফি, ‘আলাদা করে অনুপ্রেরণা দেওয়ার কিছু নেই। পরিশ্রম যা করার তা তারা আগেই করেছে। এখন এটা প্রয়োগ করার সময়। আমি যেটা বলেছি যে মানসিকভাবে শক্ত থাকে। হয়তো ওইখানে গিয়ে ভাবতে পারে আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতি আমাদের প্রতিকূলে। এটাই স্বাভাবিক। জাতীয় দল গেলেও তাই থাকে। আমি ওদের মনে আনন্দে ক্রিকেট খেলতে বলেছি। ওরা যত স্বাধীনভাবে খেলবে আনন্দ নিয়ে খেলবে তত ওদের জন্য ভালো হবে।’’

সাইফ হাসানের কথায়ও পরিষ্কার, জাতীয় দলের অধিনায়ক তাদের কতটা প্রেরণা দিয়েছেন, ‘মাশরাফি ভাই ওইখানকার কন্ডিশনের কথা বললো। তারপর আমাদের মোটিভেট করলো। মাশরাফি ভাই সবসময়ই আমাদের সমর্থন করে এসেছেন। এবারই নয় এর আগেও। উনার মোটিভেশন অনেক হাই লেভেলের। ইনশাল্লাহ আমাদের অনেক কাজে দেবে। উনি কোন চাপ দেননি, আমাদের গেমটা উপভোগ করতে বললেন। পুরোপুরি স্বাধীনতা নিয়ে খেলতে বললেন। এগুলো আসলে চাপ অনেক কমিয়ে দেয়। উনার মোটিভেশন অনেক কাজে দেয়।’

সাইফ জানালেন, অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতিও বেশ ভালো হয়েছে, ‘সবমিলিয়ে আমাদের প্রস্তুতিটা খুবই ভালো। শেষ এশিয়া কাপ খেলে এসেছি সবার মোটিভেশন লেভেল খুব ভালো। এখানে এসেও আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এইচপি দলের বিপক্ষে। বিকেএসপিতে খুব ভালো ম্যাচ হয়েছে। আমাদের একটা এডভান্টেজ আছে আমরা নিউজিল্যান্ড আগে যাচ্ছি। যতটুকু সম্ভব ওইখান থেকে নেওয়া। ’

বিজ্ঞাপন

সেই প্রস্তুতি সাইফরা কতটা প্রয়োগ করতে পারবেন, সামনের মাসেই জানা যাবে !

সারাবাংলা/এএম/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন