বিজ্ঞাপন

ঢাকার যানজটে পথচারীদেরও ভূমিকা আছে : কাদের

July 10, 2018 | 9:22 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

রাজধানীতে পরিবহন খাতে যে বিশৃঙ্খলা রয়েছে তা অস্বীকার করা যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে এ কথা বলেন মন্ত্রী। নোটিশটি উত্থাপন করেন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমাতুল্লাহ।

নোটিশের জবাবে সেতু মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা শহরে সিটি বাস বা পরিবহনের যে বিশৃঙ্খলা এটা অস্বীকার করার কোন উপায় নেই। এখানে যানজট হয়। তবে শুধু পার্কিং বা সিটি স্টপিং এর অভাবেই হয় না। আবারও বলছি পথচারীদেরও অনেক ভূমিকা আছে। তারা তাদেও ভুমিকা পালন করেন না।’

বিজ্ঞাপন

নোটিশে ঢাকায় পার্কিংয়ের অভাব, সিটি স্টপ ওভার গাড়ী টার্মিনাল (সিএসবিটি) নির্মাণ করার কথা বলেন সংসদ সদস্য এ কে এম রহমাতুল্লাহ।

সেতুমন্ত্রী বলেন, ‘কাজগুলো নিয়ে সমন্বিত পদক্ষেপের বিষয় রয়েছে। এখানে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের শুধু গাড়ী। এছাড়া আমাদের কোনো বিষয় নেই। শহরে যে গাড়ী চলাচল করে সেগুলোর জন্য আমরা রেসপনসেবল। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি করপোরেশন, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক রয়েছে। তবে আমি ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন কমিটির (ডিটিসিএ) চেয়ারম্যান হিসেবে বিষয়টি সম্পর্কে অবগত। আমরা অনেক দিন ধরে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেছি। ঢাকায় গণপরিবহনের অপ্রতুলতা রয়েছে। আমরা কাজটি শুরু করেছিলাম। কিন্তু মেয়র আনিসুল হকের মৃত্যুর পর আমাদের সমন্বিত পরিবহন ব্যবস্থা চালু করার উদ্যোগ বা পরিবহনে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত পদক্ষেপ করার বিষয়টির কিছুটা ভাটা পড়ে। তবে উদ্যম উদ্যোগ থেমে থাকেনি।’

নিমতলী বাবুগড়া বস্তিতে সিটি স্টপেজ নির্মাণের লক্ষে বিশ্বব্যাংকের সহায়তায় বুয়েটের মাধ্যমে একটি সম্ভাব্যতা যাচাই হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বলা হয়েছে। যেটার প্রক্রিয়া শুরু হয়েছে। তাছাড়া ডিটিসিএর নবম সভার সিদ্ধান্ত অনুযায়ী আনন্দবাজারে বণিক শ্রেণির লিজ বাতিল করে সেখানে বাস টার্মিনাল নির্মাণের জন্য ডিএসসিসিকে জমিটা বরাদ্দ করার জন্য অনুরোধ করা হয়েছে। এরইমধ্যে রেলপথ মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রীসহ আমরা জায়গাটা ভিজিট করে এসেছি। তবে সিদ্ধান্ত কার্যকর করার পথে কিছু বাঁধা আছে। সে কারণে অতটা অগ্রসর হয়নি।’

বিজ্ঞাপন

অন্যদিকে কেস প্রকল্পের আওতায় নিমতলি বস্তিতে সিটি বাস টার্মিনালের লক্ষ্য নকশা প্রণয়নের কাজও হয়েছে বলে জানান মন্ত্রী। তবে কাজটি এখনো অপরিপক্ক জানিয়ে তিনি বলেন, ‘যাই হোক কাজটা করা জরুরি। তবে শুধু এগুলো করলেই হবে না। আমাদের মানসিকতার পরিবর্তন বেশী প্রয়োজন। রাস্তায় কেউ ট্রাফিক আইন মানতেই চায় না। ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না। এগুলোর পরিবর্তন করা দরকার।’

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন