বিজ্ঞাপন

ধর্মকে অপমান করার অধিকার কারও নেই: প্রধানমন্ত্রী

July 11, 2018 | 12:44 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা:  ‘ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। অথচ আমরা মাঝে মাঝে দেখি, কিছু মানুষ এই ধর্মের নাম নিয়ে সন্ত্রাসী-কর্মকাণ্ড বা জঙ্গিবাদ সৃষ্টি করে। তখন সারাবিশ্বের কাছে আমাদের এই ধর্ম শুধু প্রশ্নবিদ্ধ হয় তা নয়। আমরা মুসলমানরা বাইরে গেলে অনেক সমস্যাও ভোগ করতে হয়।’

বুধবার (১১জুলাই) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসে ‘হজ কার্যক্রম-২০১৮’এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হজ কার্যক্রম উদ্বোধন শেষে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষের জন্য সংঘাত লেগে থাকে। সমস্যা সৃষ্টি করে ধর্মকে অপমান করার অধিকার কারও নেই। কাজেই এ ধর্ম যাতে উচ্চ আসনে থাকে, সেই ব্যবস্থাই করতে হবে। আমরা চাই, আমাদের ধর্মটা মানুষের কাছে একটা উচ্চ আসনে থাকুক, সেটাই আমাদের লক্ষ্য।’

বিজ্ঞাপন

দেশের মানুষের কল্যাণের জন্য হজযাত্রীদের দোয়া কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। গত নয় বছরে বাংলাদেশে কী পরিবর্তন হয়েছে, আপনারা নিজেরাই তা দেখতে পাচ্ছেন। হজযাত্রীদের কাছে দেশবাসীর জন্য দোয়া কামনা করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা পবিত্র কাজে যাচ্ছেন। দোয়া করবেন, যেন আপনাদের খেদমত করার সুযোগ আমি পাই।’

হজযাত্রীদের সুস্থতা ও শুভ কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে দারিদ্র্যের হার কমেছে। আজকে আমরা ডিজিটাল বাংলাদে’শ। আপনাদের হজ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার হচ্ছে।’

বিজ্ঞাপন

এসময় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে প্রায় ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘ইসলাম ধর্ম সম্পর্কে কোন বিভ্রান্তি যাতে না হয়, সেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে এবং আনুষঙ্গিক যা যা প্রয়োজন সব আমরা করে দেবো। এরই মধ্যে প্রায় ৮০ ভাগ জায়গা নির্দিষ্ট করে ফেলেছি এবং মসজিদ নির্মাণের কাজও আমরা শুরু করেছি। ৮ হাজার কোটি টাকার উপর এসব মসজিদ নির্মাণে ব্যয় হবে।’

১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ হজযাত্রী হজে যাবেন। সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার লোক হজ করতে যাবেন।

সারাবাংলা/এনআর/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন