বিজ্ঞাপন

রোহিঙ্গা আমাদের এজেন্ডা না, বিজিপি কর্মকর্তার সাফ জবাব

July 12, 2018 | 1:14 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ‘রোহিঙ্গা আমাদের এজেন্ডার মধ্যে পড়ে না। কাজেই এ নিয়ে আলোচনা বা প্রশ্ন করার সুযোগ নেই।’

রোহিঙ্গা প্রসঙ্গ তুলতে এভাবেই উত্তেজিত হয়ে সাফ জানিয়ে দিলেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে ঢাকায় বিজিবি সদর দফতরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) এর চার দিনব্যাপী সীমান্ত পর্যায়ের সম্মেলন শেষে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলন। সেখানে দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। সেখানেই সাংবাদিকরা রোহিঙ্গা বিষয়ে জানতে চাইলে এমন প্রতিক্রিয়া দেখান বিজিপি কর্মকর্তা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ইয়াবা পাচার নিয়ে জানতে চাইলে বিজিপি’র সিনিয়র কর্মকর্তা মায়ো থান বলেন, ইয়াবা শুধু বাংলাদেশের সমস্যা নয়। মিয়ানমারও ইয়াবা নিয়ে অস্বস্তিতে আছে। এটি যুব সমাজকে ধ্বংস করছে। উভয়ের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ সীমান্তে ইয়াবা পাচার প্রতিরোধে তৎপরতা অব্যাহত রেখেছে। বাংলাদেশে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের ফলে অনেক ইয়াবা ব্যবসায়ী মিয়ানমারে পালিয়ে আশ্রয় নিয়েছে। একটি তালিকা বাংলাদেশের কাছে দেওয়া হয়েছে। সেটা নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান দুই বাহিনীর সিনিয়র কর্মকর্তারা।

সীমান্তে মাইন পুঁতে রাখার বিষয়ে জানতে চাইলে মায়ো থান বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা। আমরা সীমান্তে মাইন পুঁতে রাখি না। ভবিষ্যতেও এ ধরনের কোনো মাইন সীমান্তে পুঁতে রাখা হবে না।

বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সমস্যাটি তাদের দেশের রাজনৈতিক সমস্যা। এজন্য তারা এ বিষয়ে কথা বলতে চায়নি। আমরা চেয়েছি, উভয় দেশের সীমান্তে কোনো সমস্যা হলে আমরা কারও সাথে বসে সমাধান করবো। সেজন্য তাদের সাথে এই সম্মেলন, যেন সীমান্তের যেকোনো সমস্যা যৌথভাবে বসে সমাধান করা যায়। সীমান্তে মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচারসহ সব ধরণের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে যৌথ টহল, সীমান্তে নজরদারি ও অন্যান্য তৎপরতা বৃদ্ধি, উভয়পক্ষের মাঠ পর্যায়ের অধিনায়কদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা রক্ষায় পরস্পরের মধ্যে তাৎক্ষণিক তথ্য বিনিময়ে উভয় দেশই যেন কাজ করতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন