বিজ্ঞাপন

ডিসি সম্মেলন শুরু ২৩ জুলাই

July 12, 2018 | 8:58 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: চলতি মাসের শেষের দিকে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ২৩, ২৪, ২৫ জুলাই এই তিনদিন জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন চলবে বলে মন্ত্রিপরিষদ সূত্র থেকে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বর্তমান সরকারের এই মেয়াদে এটাই জেলা প্রশাসকদের শেষ বৈঠক।

জানা গেছে, প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের কাছে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করার আহ্বান জানাবেন। পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ প্রক্ল্পগুলো দ্রুত সম্পন্ন করার ব্যাপারেও তাগিদ দেবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

দক্ষিণাঞ্চলের একজন জেলা প্রশাসক (ডিসি) সারাবাংলাকে সম্মেলনের বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সাথে জেলা প্রশাসকদের এটাই শেষ বৈঠক। সামনে যেহেতু নির্বাচন, নির্বাচনে মাঠ প্রশাসনের ভূমিকা থাকে। সামনে নির্বাচন রেখে প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিতে পারেন।

সম্মেলনের প্রথমদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। এরপরের দুইদিন বিভিন্ন মন্ত্রীদের সাথে জেলা প্রশাসকরা পৃথকভাবে মতবিনিময় সভা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে। সেখানে মন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের প্রকল্পগুলো দ্রুত ‍শেষ করার জন্য আহ্বান জানাবেন।

এরইমধ্যে জেলা প্রশাসকরা নিজ নিজ কর্তব্যরত জেলার সমস্যা সমাধান করাসহ তাদের নিজ নিজ দাবি-দাওয়া, প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। জেলা প্রশাসকদের পাঠানো প্রস্তাবগুলো একত্রিত করে বই প্রকাশ করার কার্যক্রম অব্যাহত রেখেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটা বাতিল সম্ভব নয়, আন্দোলনকারীদের ছাড় নয়

সারাবাংলা/এইচএএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন