বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর বক্তব্যে পুরো জাতি হতাশ: নুরুল হক নুর

July 12, 2018 | 9:25 pm

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কোটা সংস্কার নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে পুরো বাংলাদেশের মানুষ হতাশ বলে মন্তব্য করেছেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায় আছে সেটা বাতিল সম্ভব নয়’, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে সারাবাংলার কাছে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “প্রধানমন্ত্রী গত ১১ এপ্রিল সংসদে দাঁড়িয়ে বলেছিলেন ‘কোটা বাতিল’। বিদেশ থেকে ফিরে এসে সংবাদ সম্মেলনেও সাংবাদিক শ্যামল দত্তের প্রশ্নের উত্তরে বলেছিলেন ‘সরকারি চাকরিতে কোটা বাতিল বাতিলই। কিন্তু তারপর এখন আবার বলা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা কমানো যাবে না, ৩০ শতাংশ রাখা হবে। কিছুটা রাখুক আমরাও চাই। কিন্তু ৩০ শতাংশ কোটা রাখার কথা যেভাবে বলা হচ্ছে আমরা মনে করি আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পুরো জাতিকে হতাশ করেছে প্রধানমন্ত্রীর এই কথা।’

এসময় তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাঁচ দফার আলোকে ১০ থেকে ১৫ শতাংশ কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২) জুলাই দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধার কোটা, এই কোটার ওপর কিন্তু হাইকোর্টের রায় আছে, মুক্তিযুদ্ধের কোটা ওভাবেই সংরক্ষিত থাকবে। বাতিল হবে না।’

প্রসঙ্গত, কোটা সংস্কারের সর্বশেষ অবস্থা নিয়ে গত ৩০ জুন সংবাদ সম্মেলন করার পূর্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরকে বেদম মারধার করে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরেক যুগ্ন আহ্বায়ক রাশেদ খান ও সোহরাব হোসেন বর্তমানে রিমান্ডে রয়েছেন। এছাড়া এপিএম সুহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা কোটা বাতিল সম্ভব নয়, আন্দোলনকারীদের ছাড় নয়

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন