বিজ্ঞাপন

রোহিঙ্গাদের ফেরত দেওয়া সরকারের বড় চ্যালেঞ্জ

November 28, 2017 | 7:56 am

সারাবাংলা প্রতিবেদক

বিজ্ঞাপন

ঢাকা: দশ লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এখন তাদের ফিরিয়ে দেওযায় সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন স্বারাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

মানব পাচার রোধ করা সরকারের একার পক্ষে সম্ভব না। মানব পাচার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন ।

মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কে (বিআইসিসি) ন্দ্রে দুইদিন ব্যাপি মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-২০১৭ শীর্ষক সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরও  বলেন, অবৈধ অভিবাসন মানব পাচারের একটি নমুনা। অবৈধ শ্রম, বাণিজ্যিক পতিতাবৃত্তিসহ অন্য কাজে মানব পাচার করা হচ্ছে। বাংলাদেশ সরকার মানব পাচার রোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।

ইউ এস এইড এর  মিশন ডিরেক্টর জারিনা জারুল লেসকি ,মোহাম্মদ মোস্তাফা কামাল পাবিলিক সিকিউরিটি বিভাগ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/শাও/আরসি/ নভেম্বর ২৮, ২০১৭

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন