বিজ্ঞাপন

রোহিঙ্গারা বন উজাড় করছে: পরিবেশমন্ত্রী

July 15, 2018 | 2:53 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘রোহিঙ্গারা যেখানে বসবাস করছে সেখানে বন উজাড় হচ্ছে। বিষয়টি আমাদের নজরে আছে।’ রোববার (১৫ জুলাই) বন ও পরিবেশ মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে ‍বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বন উজাড় ঠেকাতে আমরা রোহিঙ্গাদের রান্নার কাজের জন্য কয়লা এবং কমন রান্নাঘর দেওয়ার চিন্তা করছি।’

পরিবেশ সংরক্ষণে পলিথিনের পরিবর্তে পাট দিয়ে পলিথিন তৈরি করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ কাজটি করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে প্রয়োজনে তাদের আর্থিক ও সহায়তা দেবে বন ও পরিবেশ মন্ত্রণালয়।’

বিজ্ঞাপন

সম্মেলন পরিবেশমন্ত্রী জানান আগামী ১৮ জুলাই এ দিবস পালন করা হবে। তিনি বলেন, ‘আপনার জানেন প্রতিবছর ৫ জুন, সারা পৃথিবীর সঙ্গে আমরাও পরিবেশ দিবস পালন করে থাকি। কিন্তু এবছর রমজান মাসের কারণে বিষয়টি ৫ জুন করা হয়নি। তাই ১৮ জুলাই এ দিবস পালন করা হবে।’

আরও পড়ুন: ১৮ জুলাই পরিবেশ দিবস পালন করা হবে

সারাবাংলা/এইচএএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন