বিজ্ঞাপন

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

July 15, 2018 | 8:20 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুতিক গোলযোগ থেকে ধোঁয়ার সৃষ্টি হওয়ার প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রোববার (১৫ জুলাই) বিকেল ৬টার দিকে বিমানবন্দরের ১নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় বৈদ্যুতিক গোলোযোগের ফলে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে কাজ করে।

শাহজালাল বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮টি ইউনিট

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে-এর উত্তরা জোনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম সারাবাংলাকে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন। তবে কীভাবে এ বিদ্যুতিক গোলযোগ হয়েছিল তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিকেলে বিমানবন্দরের ১নং টার্মিনালের ইমিগ্রেশন বিভাগের দোতলায় এ বিদ্যুৎ গোলযোগের কারণে ধোঁয়ার সৃষ্টি হলে আশপাশের বিভিন্ন কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের হজযাত্রীসহ অন্যান্যরা আতংকিত হয়ে পড়েন।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস উত্তরা থেকে ৩টি, টঙ্গী থেকে ১টি, কুর্মিটোলা থেকে ২টি এবং হেডকোয়ার্টার থেকে ২টি ইউনিটসহ মোট আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন ‍নিয়ন্ত্রণে একযোগে কাজ করে। প্রায় ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

বিজ্ঞাপন

ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের উত্তরা জোনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, বিদ্যুৎ গোলযোগ থেকে ধোঁয়ার সুত্রপাত। এ কারণে যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। তবে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া, কীভাবে ধোঁয়ার সৃষ্টি হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন