বিজ্ঞাপন

ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ দুদকের

July 16, 2018 | 1:09 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: অর্থপাচারের অভিযোগ ও পানামা পেপার্স কেলেংকারিতে নাম থাকায় ইউনাইটেড গ্রুেপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে জিজ্ঞাসা করেছেন দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

সোমবার (১৬ জুলাই) সকাল ১০টায় তিনি দুদকে আসেন, প্রায় দুই ঘণ্টা পর তিনি বের হয়ে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সম্পদের পরিমাণের বিষয়ে জানতেই দুদক জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। দুদক থেকে তার ভ্যাট, ট্যাক্সের কাগজপত্র চাওয়া হলেও সময়মতো সেসব জমা দেবেন বলে জানিয়েছেন দুদককে।

তবে, তিনি দাবি করেছেন পানামা পেপার্সে তার নাম নেই। যেহেতু কয়েকটি গণমাধ্যমে তার নাম এসেছে তাই সে বিষয়ে দুদক জিজ্ঞসা করেছে বলে জানান হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পানামা পেপার্স সবার জন্যই উন্মুক্ত আছে। চাইলে যে কেউ তার নাম খুঁজে দেখতে পারে।’

এদিকে, একই গ্রুপের আরো তিন পরিচালক খন্দকার মইনুল হাসান শামিম, আহমেদ ইসমাইল হোসেন ও আকতার মাহমুদকে দুপুর থেকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। গত ৮ জুলাই বিদেশে অর্থ পাচার ও পানামা পেপার্সে নাম থাকার কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করেছিল দুদক।

সারাবাংলা/জেএ/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন