বিজ্ঞাপন

আপাতত ‘দায়িত্ব’ নিয়ে ভাবছেন না মাহমুদউল্লাহ

December 25, 2017 | 5:03 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সাদা পোশাকে এখনও ঠিক থিতু হতে পারেননি দলে। শ্রীলঙ্কার সঙ্গে শততম টেস্টেই তো অনেক নাটকের পর দর্শক হয়ে থাকতে হয়েছিল। মাহমুদউল্লাহ এবার সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন, টেস্টে হচ্ছেন সাকিব আল হাসানের ডেপুটি। তবে আপাতত এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। মিরপুর একাডেমি মাঠে মনে করিয়ে দিয়েছেন, খেলোয়াড় হিসেবেই দলে জায়গাটা পাকা করতে চান।

টেস্টে সহ অধিনায়কত্ব পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১১ সালেও মুশফিকুর রহিমের সঙ্গে হয়েছিলেন সহ অধিনায়ক। পরে অবশ্য সেই দায়িত্ব তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। মাহমুদউল্লাহরও সেটি মনে আছে, ‘আমি ছেড়ে দিয়েছিলাম, জিনিসটা ঠিক না। কারণ বিসিবি যেটা ভালো মনে করেছে ওই সময়। ওনাদের সিদ্ধান্ত ছিল, আবার দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো আমার তরফ থেকে পুরোপুরি যেন ওই দায়িত্বটা পালন করতে পারি। এছাড়া ক্যাপ্টেনকে সহযোগিতা করা, সিনিয়র প্লেয়ার হিসেবে যে ভূমিকা রাখা দরকার সেটাও আছে। সবার সাথে মিলেই আমরা ওভাবে চেষ্টা করবো দায়িত্বটা ভালোভাবে যেন পালন করা যায়।’

কিন্তু নিজে টেস্টে এখনও সেভাবে থিতু নন। এই সময়ে ডেপুটির দায়িত্বটা কি বাড়তি চাপ হয়ে আসবে? মাহমুদউল্লাহ আপাতত শুধু নিজের পারফরম্যান্সের দিকেই মনযোগী, ‘প্রথম কথা হল একজন খেলোয়াড় হিসেবে আমাকে পারফর্ম করতে হবে। সিনিয়র প্লেয়ার ও ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব থাকবে। সেটা আমার আইডিয়া দিয়ে হোক, মাঠে আমার উপস্থিতি দিয়ে হোক সেভাবে চেষ্টা করবো। এর বাইরে অন্য কিছু নিয়ে চিন্তা করছি না।’

বিজ্ঞাপন

তবে সহ অধিনায়ক যখন হয়েছেন, যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে তাকে মূল অধিনায়কের দায়িত্বও নিতে হতে পারে। সেটার জন্য কতটা প্রস্তুত মাহমুদউল্লাহ? আপাতত এসব নিয়ে না ভাবলেও মাহমুদউল্লাহ মনে করিয়ে দিচ্ছেন আগের চেয়ে এখন তিনি অনেক পরিণত, ‘নিয়মিত ডমেস্টিক সার্কিটে ক্যাপ্টেনসি করছি। তো কিছুটা হলেও অভিজ্ঞতা দিয়েছে। ওই জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা করা…টিমের আরও সিনিয়র প্লেয়ার আছে জুনিয়র যারা আছে তারাও দায়িত্বশীল নিজের কাজের প্রতি। তো আমার কাজটা সহজ হবে। ভালো ইউনিট, আমরা খুব ভালো কাজ করছি ওটা কন্টিনিউ করাই গুরুত্বপূর্ণ।’

নিয়মিত কোচ যেহেতু নেই, সহ অধিনায়ক হিসেবে সেই অভাবটাও ঢেকে দেওয়ার কিছুটা দায় তার ওপরেও আসে। মাহমুদউল্লাহ এই ব্যাপারেও বেশ আশাবাদী, ‘ সুজন ভাই, রিচার্ড (হ্যালসল), ওয়ালশ আছে। সবাই একট ইউনিট হিসেবে ভাল টিম ম্যানেজম্যান্টেই আছে আমরা। আর প্লেয়াররা কম-বেশি তো অবদান রাখবেই। তারপরও নতুন শুরু, ভালো শুরুটা করা গুরুত্বপূর্ণ।’

শ্রীলঙ্কা সঙ্গে সিরিজটা মাহমুদউল্লাহর ক্যারিয়ারের জন্যও তো নতুন একটা অধ্যায়!

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/জেএইচ

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন