বিজ্ঞাপন

৫ বছরের মধ্যে দেশের সব স্কুল পাবে গানের শিক্ষক

July 18, 2018 | 2:19 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশের সব স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বুধবার (১৮ জুলাই) সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সম্মেলনে  এ কথা জানিয়েছেন মন্ত্রী।

দেশের সর্বস্তরের জনগণের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে ৬৪ জেলায় আগামী ২০ ও ২১ জুলাই দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।  এ সম্পর্কে জানাতেই আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের।

বিজ্ঞাপন

উৎসবে তরুণ-তরুণীসহ তাদের অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে আহ্বান জানান আসাদুজ্জামান নূর।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘সংস্কৃতির শিক্ষা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উৎসবে এ ভূখণ্ডের ৪ হাজার বছরের পুরনো ইতিহাস তুলে ধরা হবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী ৫ বছরের মধ্যে সারাদেশে স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগের পাশাপাশি বাদ্যযন্ত্র প্রদান করা হবে। জেলা পর্যায়ে এর কার্যক্রম প্রায় শেষ। উপজেলা পর্যায়ের কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই।’

বিজ্ঞাপন

প্রত্যেক উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স থাকবে বলেও এসময় জানানো হয়। এছাড়া এবছরের উৎসবের জন্য জেলা পর্যায়ে ৬০ হাজার টাকা আর বিভাগীয় পর্যায়ে এক লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান সংস্কৃতি মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উৎসব সম্পর্কে তিনি বলেন, ‘অর্থনৈতিক মুক্তির জন্য দারিদ্র বৈষম্য দূর করতে ও সামাজিক মুক্তির জন্য মাদক দূর করতে করণীয় কার্যক্রম তুলে ধরা হবে উৎসবে। অতীতে সাম্প্রদায়িক সামরিক সরকারগুলো পাকিস্তানী ভাবধারাকে দেশের বুকের উপর চাপিয়ে দিয়েছিল। ইতিহাস বিকৃত করেছিল। রবীন্দ্র-নজরুলকে নির্বাসনে পাঠিয়েছিল। জাতিকে পরিচয় সঙ্কটে ফেলে দিয়েছিল।’

ইনু বলেন, ‘স্বাধীন বিধ্বস্ত দেশেও সংস্কৃতি চর্চার উপর জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু। শেখ হাসিনার সরকার জাতির জনকের দেয়া বাঙালি পরিচয়কে আবার সামনে এনেছে।’

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারসহ মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বিভাগের উৎসবটি কেরানীগঞ্জ ও সাভারে অনুষ্ঠিত হবে বলে জানান তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএস/এসএমএন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন